
নিজস্ব প্রতিবেদন ঃ গত ৯ই মে ২৫ শে বৈশাখ মঙ্গলবার শিলিগুড়ি সেভক রোড দুই মাইল অঞ্চলে অবস্থিত সারদা শিশু তীর্থ স্কুলে কবি প্রনাম ও বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। ওই অনুষ্ঠানে অতিথির আসন অলঙ্কৃত করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডঃ লক্ষ্মী কান্ত পাঢী,বিদ্যালয়ের প্রধানাচার্য নির্ভয়কান্তি ঘোষ,সম্পাদক পবন কুমার নকীপুরিয়া, সভাপতি গৌতম বিশ্বাস, সদস্যা ডঃ বিদ্যাবতী আগরওয়ালা, শুভানুধ্যায়ী সি এ নীরজ জাজোদিয়া,লীলা রায়,সুদীপ্তা মৌলিক প্রমুখ। সকালে শুরু হয় প্রভাতী যজ্ঞানুষ্ঠান,তারপর সকাল দশটা থেকে কবি প্রনাম ও রবীন্দ্র জয়ন্তী পালনের অনুষ্ঠান হয়। এ-উপলক্ষ্যে বৃক্ষরোপন অনুষ্ঠানও হয়।তারপর প্রতিষ্ঠা দিবসে স্কুলের আত্মকথা পাঠ করা হয়।উন্মোচন করা হয় স্কুলের দেওয়াল পত্রিকাও।শিলিগুড়ি বিবেকানন্দ শিক্ষা বিকাশ সমিতির পরিচালনায় সেবক রোডের দুই মাইলে অবস্থিত এই সারদা শিশু তীর্থ নিয়মশৃঙ্খলার মাধ্যমে স্কুল পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন মহলে ইতিমধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—