বেঙ্গল সাফারিতে যত্নেই বড় হয়ে উঠছে এই বাঘ শাবকেরা

নিজস্ব প্রতিবেদন ঃ করোনার জেরে বিভিন্ন বিধি নিষেধ চলছে রাজ্যে।সর্বসাধারণের জন্য এখন বন্ধ রয়েছে শিলিগুড়ি বেঙ্গল সাফারিও।কিন্তু বেঙ্গল সাফারির মধ্যে থাকা বাঘ সহ অন্যান্য পশুপাখিগুলোর প্রতি যত্ন পুরোদমে চলছে সরকারি ব্যবস্থাপনায়।ইতিমধ্যে বেঙ্গল সাফারিতে দুটো রয়েল বেঙ্গলের শাবকও জন্ম নিয়েছে। করোনার এই বিধি নিষেধের মধ্যে দশ মাস অতিক্রম করলো সেই দুই শাবকে।এখন সাফারির মধ্যে বাঘেদের জন্য নির্দিষ্ট এনক্লেভে হেসেখেলে বড় হয়ে উঠছে ওরা।বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের বক্তব্য, লকডাউনের বিধিনিষেধ উঠে যাওয়ার পর এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যখন আবার বেঙ্গল সাফারি খুলে দেওয়া হবে তখন এই রয়েল বেঙ্গল টাইগারের শাবকগুলো নিশ্চয়ই দর্শকদের বাড়তি নজর কাড়বে।