খুব শীঘ্রই শিলিগুড়িতে শুরু হতে চলেছে দুয়ারে ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুর নিগমের সভা কক্ষে শনিবার অনুষ্ঠিত হলো করোনা টিকাকরণ বিষয়ক পর্যালোচনা সভা । তাতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর সভার প্রশাসক মন্ডলী, জেলা শাসক , মহকুমা শাসক , জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, শিলিগুড়ি পুর কমিশনার সহ অন্যান্য আধিকারিক বৃন্দ ।পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব জানিয়েছেন, অগ্রাধিকারের ভিত্তিতে ৯০ হাজার মানুষকে আমাদের লক্ষ্য ছিল টিকা দেবার জন্য । ৭০ হাজার টিকা দেওয়া হয়েছে । খুচরা ব্যবসায়ীদের মধ্যে ৭ হাজার জনকে টিকা দেওয়া বাকি রয়েছে । টিকাকরণের জন্য মোট নতুন ৮ টি বিভাগে ভাগ করা হয়েছে । দার্জিলিং জেলায় প্রথম ডোজ ৩ লক্ষ ৩৫ হাজার এবং দ্বিতীয় ডোজ ১ লক্ষ ১৮ হাজার এখন পর্যন্ত দেওয়া হয়েছে । পাহাড়ে পরীক্ষামূলক ভাবে হোয়াটস্ অ্যাপে দল তৈরি করে তালিকাভুক্তকরণ শুরু হয়েছে । শিলিগুড়ি পুর এলাকায় অতিরিক্ত ১০ টি বিকল্প টিকাকরণ কেন্দ্র গড়ে তোলা হবে মানুষের সুবিধার্থে । রাজ্য সরকার প্রদত্ত ভ্যাকসিনের মাধ্যমে শিলিগুড়ি পুর সভার সমন্বয়ে লিভার ফাউন্ডেশন এবং শিলিগুড়ি ওয়েলফেয়ার অরগানাইজেশন -এর সহযোগিতায় ‘দুয়ারে ভ্যাকসিন’ খুব শীঘ্রই শুরু হবে । ৭০ -এর উর্ধ্বে এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের টিকাকরণ দ্রুত শুরু করে দেওয়া হবে । গৌতমবাবু বলেছেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে টিকাকরণের পর্যায়ক্রম অনুসরণ করে প্রতিটি মানুষকে টিকা প্রদান করা । ১৮ -এর উর্ধ্বে বিপুল জনসংখ্যা কে টিকাকরণের আওতায় নিয়ে আসা পুরসভার প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য ।