এবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বেঙ্গালুরুর চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদন ঃ  স্বেচ্ছাসেবী সংস্থা জি এইচ আর পিস ফাউন্ডেশনের সহযোগিতায় কালিম্পং এর কুমুদিনী হোমস হায়ার সেকেন্ডারি স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো ১০ জুন।সেখানে পুলিশ সুপারও উপস্থিত ছিলেন। স্থানীয় নাদং ভুটিয়া একাডেমি এই শিবিরের আয়োজন করে। বেঙ্গালুরু থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেখানে উপস্থিত হন। তাদের মধ্যে যাঁরা ছিলেন তাঁরা হলেন ডাঃ বিনোদ কুমার,ডাঃ তাহির আহমেদ এবং ডাঃ শর্মিলা প্রমুখ। সমাজসেবী দীপিকা রক্ষিত বন্দ্য বলেন,যেসব রোগী দুঃস্থ, অথচ বেঙ্গালুরু গিয়ে চিকিৎসা করাতে পারছেন না তাদেরকে তাঁরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-