
নিজস্ব প্রতিবেদন ঃ রাখি বন্ধনে গাছ বন্ধন।
কোচবিহারে আস্থা ফাউন্ডেশন এর উদ্যোগে গাছকে রাখি পরিয়ে গাছের সঙ্গে বন্ধুত্ব করার উৎসব হলো।সেই অনুষ্ঠানে রিঙ্কি বিবি ,সুলতানা বেগম,জুলি রায় ও শান্তা চাকি উপস্থিত ছিলেন।
রাখি বন্ধনের মাধ্যমে সবুজকে রক্ষার বার্তা দিতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়।
কোচবিহার স্টেশন মোড় লাগোয়া প্রাচীনতম রাজ আমলের গাছকে সুন্দর করে সাজিয়ে তাকে ভাই হিসাবে রাখি পড়ানো হয়েছে।তবে এরই সঙ্গে পথ চলতি মানুষদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।
প্রতিটি চারা গাছকেও রাখি পরিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।এবং তাদেরকেও রাখি পরিয়ে দেওয়া হয়েছে।এই অনুষ্ঠানের মাধ্যমে
সকল মানুষকে বোঝানো হয়েছে যে সুস্থভাবে বাঁচতে হলে একটি করে গাছ লাগান।
