নারী ও শিশু পাচার নিয়ে সচেতনতা চা বাগানে

নিজস্ব প্রতিবেদন ঃ মঙ্গলবার ছিলো আন্তর্জাতিক শিশু কন্যা দিবস। এই বিশেষ দিবসকে সামনে রেখে এদিন ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চা বাগানে বিভিন্ন অনুষ্ঠান হয়। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে সরকারি এ এন এম সোনালি সামন্ত এই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেন।অনুষ্ঠানের আয়োজক ছিলো আইসিডিএস,সিনি,শুল্কাপাড়া আর এইচ। চা বাগানের মেয়েরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলো। অনুষ্ঠানে নারী ও শিশু পাচার, অস্বাস্থ্যকর পরিবেশ, অপুষ্টি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।চা বাগানের মেয়েদের পাচার করা হয় কখনো চাকরি, কখনো বিয়ের টোপ দিয়ে। সে সম্পর্কে এদিন মেয়েদের সচেতন করা হয়। অনুষ্ঠানে শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতাও হয়।