
নিজস্ব প্রতিবেদন ঃ প্রয়াত পুলিশ অফিসার প্রভাত চক্রবর্তী স্মরনে মঙ্গলবার শিলিগুড়ি টিকিয়াপাড়ার পরমানন্দ যোগানন্দ অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করলেন প্রভাতবাবুর স্ত্রী অদিতি পি চক্রবর্তী। এই মানবিক কাজে এদিন অদিতিদেবীর সঙ্গে অংশ নেন তাঁর পুত্র ভারতীয় সেনা বাহিনীর চিকিৎসক মেজর ডাঃ পুস্পল চক্রবর্তী, পুত্রবধূ ময়না চক্রবর্তী। ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারের মাধ্যমে অদিতিদেবী এদিন ওই অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী পাঠান।এদিন ছিলো প্রয়াত প্রভাত চক্রবর্তীর মৃত্যু বার্ষিকী। বিভিন্ন সময়ে এই ধরনের মানবিক ও সামাজিক কাজ করে চলেছেন অদিতি চক্রবর্তী। আসলে গরিব অসহায় মানুষদের মধ্যে হাসি দেখতে পারলেই তাঁর মন ভালো থাকে, তাই এই ধরনের মানবিক কাজের নেশা বলে অদিতিদেবী জানিয়েছেন
