
নিজস্ব প্রতিবেদন ঃ গুজরাটের গান্ধী নগরে সম্প্রতি জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তাতে অংশ নিয়ে রেস ওয়াক প্রতিযোগিতা তৃতীয় স্থান দখল করেন বাংলার পূজা প্রামানিক।শিলিগুড়ি শহর লাগোয়া কাওয়াখালি এলাকায় বাড়ি পূজার।ওর বাবা নেই, মা সাধারণ শ্রমিক। অভাবের মধ্যেই লড়াই চালিয়ে পূজা একদিকে পড়াশোনা চালিয়েছে অন্যদিকে খেলাধুলা চালিয়েছে।আর রেস ওয়াকে অংশ নিয়ে এবার বাংলা থেকে একমাত্র সফল হয়েছেন পূজা। মঙ্গলবার পূজা শিলিগুড়ি পৌঁছালে কাওয়াখালিতে এক অনুষ্ঠানের মাধ্যমে পূজাকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন মদন ভট্টাচার্য, বাবলু তালুকদার, বিশিষ্ট ক্রীড়াবিদ দেবকুমার দে প্রমুখ। সকলেই পূজাকে উৎসাহিত করে আগামীদিনে ওকে আরও এগিয়ে যাওয়ার জন্য পাশে থাকার আশ্বাস দেন
