হাউজিং ফর অল নিয়ে প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিবেদন ঃসকলের জন্য বাড়ি বা সকলের জন্য আবাসন এই প্রকল্প নিয়ে স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে ১৫টি পুরসভার কর্মকর্তা‌দের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হল জলপাইগুড়ি‌তে। শুক্রবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে শুরু হয়েছে সেই প্রশিক্ষণ শিবির।
জলপাইগুড়ি‌তে এই প্রকল্পের প্রশিক্ষণের জন্য এসেছেন রাজ‍্যের অধিকর্তা‌রা। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ‍্যাটার্জি জানিয়েছেন, হাউসিং ফর অল প্রকল্পের ঘরের জন্য অর্থ পেয়ে অনেকেই সময়মতো ঘর তৈরি করছেন না বলে অভিযোগ আছে । অনেক জায়গা‌য় ঘর তৈরি হয়ে যাওয়া সত্ত্বেও পুরসভার নজরে নেই বিষয়টি। এই বিষয়‌গুলো খতিয়ে দেখার জন্য মূলত পুরসভার মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তারা প্রতিটি বাড়ি ঘুরে খোঁজ নেবেন হাউসিং ফর অল প্রকল্পের ঘরের জন্য পাওয়া অর্থ দিয়ে সকলে সময়মতো ঘর তৈরি করছেন কিনা।