নিজস্ব প্রতিবেদন, ১২ নভেম্বর:
যে কোনও অগ্নিকাণ্ডের পরিস্থিতি প্রাথমিকভাবে সামলে নিলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব— সেই বার্তাই তুলে ধরা হলো শিলিগুড়ি জেলা হাসপাতালে আয়োজিত এক বিশেষ মক ড্রিলে। দমকল বিভাগের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্যকর্মীদের মধ্যে আগুন সংক্রান্ত সচেতনতা বাড়ানো এবং জরুরি অবস্থায় কীভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, তা শেখানো।

মক ড্রিলের সময় দমকল কর্মীরা দেখান, কীভাবে বিভিন্ন প্রকার অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহার করে মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। আতঙ্ক নয়, সঠিক কৌশল ও উপস্থিত বুদ্ধিই বড় বিপর্যয় রোধ করতে পারে— এই বার্তাই পৌঁছে দেওয়া হয় অংশগ্রহণকারীদের মধ্যে।
এই প্রসঙ্গে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার ডা. চন্দন ঘোষ জানান, “প্রথমে আমরা বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা করেছি। এরপর দমকলের সহায়তায় মক ড্রিলের মাধ্যমে তা বাস্তবে প্রয়োগ করা হয়েছে। ভবিষ্যতে উচ্চপর্যায়ের অনুমতি পেলে হাসপাতাল প্রাঙ্গণে একটি ‘অগ্নিকাণ্ড ডেমো স্টেশন’ তৈরির পরিকল্পনাও রয়েছে, যা স্বাস্থ্যকর্মীদের জন্য অত্যন্ত উপকারী হবে।”

