১২৫ বছরের পুরনো কালিবাড়িতে জমজমাট ৯৭তম বাসন্তী পুজোর মহাঅষ্টমী

নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন যোগমায়া কালি বাড়িতে এবারেও পূজিত হচ্ছেন শ্রীশ্রী মা বাসন্তী।
শনিবার অষ্টমীর সকাল থেকেই পুণ্যার্থীরা আসেন মণ্ডপে অষ্টমীর পুজোর সঙ্গে অঞ্জলি দিতে।
করোনা বিধির শেষটুকু মেনেই এবারের পুজোর আয়োজন বলে জানালেন মন্দির কমিটির সম্পাদক অঞ্জন ব্যানার্জি। তিনি বলেন, দুবছর করোনার জন্য খুবই সাধারণভাবে সম্পন্ন করা হলেও এবার করোনা বিধি মেনে অনেকটাই জাকজমকভাবে পালন করা হচ্ছে।
অপরদিকে অষ্টমীর পুজো এবং অঞ্জলি দিয়ে খুশি এক পুণ্যার্থী রাজশ্রী মল্লিক জানালেন, গত কয়েক বছর করোনা ছিলো ,তবে এবার এসে পুজো দিতে পেরে বেশ ভালো লাগছে।