পিছিয়ে পড়াদের খাওয়াতে এবার লায়ন্স ক্লাবের আহারজ্যোতি

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ বেশ কিছুদিন আগে লায়ন্স ক্লাব শিলিগুড়িতে মানুষকে দুপুরবেলা খাওয়ানোর জন্য 5 টাকায় ডাল ভাত সব্জির ব্যবস্থা করে। এখনো চলছে সেই প্রকল্প। আর তা শেষ হতে না হতেই এবারে শুরু হতে চলেছে লায়ন্স ক্লাবের আহারজ্যোতি।
আগামী 2 ও 3 ফেব্রুয়ারি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল 322 এফ এর জেলা সম্মেলন মাটিগাড়ার উত্তরায়ন টাউনশিপে অনুষ্ঠিত হবে। তাতে উত্তরবঙ্গের সাত জেলার প্রতিনিধিরা হাজির হবেন। তার জন্য এখন থেকে প্রচার শুরু হয়ে গিয়েছে। সম্মেলনের 10 দিন আগে থেকে মালদা, কোচবিহার, গ্যাংটকের রাস্তা দিয়ে বের হবে মশাল । সম্মেলনের নির্দিষ্ট তারিখের আগেই মশাল পৌঁছবে শিলিগুড়ি। এই মশাল শিলিগুড়ি পৌঁছনোর আগে রাস্তায় বহু মানুষকে পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করবেন লায়ন্স ক্লাবের প্রতিনিধিরা। এর নাম দেওয়া হয়েছে আহারজ্যোতি। শিলিগুড়িতে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর জেলা গর্ভনর লায়ন শ্রবন কুমার চৌধুরী ছাড়াও লোকাল সার্ভিস টীমের তরফে লায়ন সুরেশ সিনহাল, দীপক কুমার আগরওয়াল এবং লায়ন তমাল দাশগুপ্ত জানাচ্ছেন, প্রাথমিকভাবে এই মশাল যাত্রার মাধ্যমে 15 হাজার লোককে খাওয়ানোর ব্যবস্থা হবে। সপ্তাহে 9000 লাঞ্চ। ভবিষ্যতে 15000 লাঞ্চের ব্যবস্থা করার প্রয়াস চলছে। ইতিমধ্যে অভুক্ত মানুষকে খাবার দিতে পাচ টাকায় ডালভাতসবজি বেশ সাড়া ফেলে বিভিন্ন মহলে।