
নিজস্ব প্রতিবেদনঃ করোনা পরিস্থিতির জেরে বহু দিন ধরে স্কুলগুলো বন্ধ ছিল। শেষমেষ শুক্রবার স্কুলগুলো খুলেছে। করোনা সচেতনতা মেনেই চলছে স্কুলগুলো। শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে এই সময় দুই ছাত্র দীপঙ্কর চৌধুরী এবং অভিনব রায়ের অটো হ্যান্ডস্যানিটাইজিং মেশিন এখন স্কুলের অন্য ছাত্রদের কাছে উৎসাহের বিষয়। স্কুলে প্রবেশের সময় সব ছাত্র তাদের তৈরি মেশিনে হাত জীবানুমুক্ত করে নিচ্ছে।

দীপঙ্কর পড়ে দ্বাদশ শ্রেনীতে আর অভিনব দশম শ্রেনীতে। করোনা লকডাউন পর্বেই তাদের মধ্যে নতুন কিছু করার এই ভাবনা মাথায় আসে। তাদের এই বিজ্ঞান ভাবনাকে উৎসাহিত করেন শিক্ষক শুভজিৎ বর্ধন। দুই ছাত্রই স্কুলের আইটি–আইটিইএস বিভাগের। বাইরে যখন এরকম একটি হ্যান্ড স্যানিটাইজার মেশিনের দাম তিন চার হাজার টাকা সেখানে তাদের এই মেশিন তৈরিতে খরচ হয়েছে মাত্র পাঁচশ টাকা। দীপঙ্কর এবং অভিনব দুজনেই ভবিষ্যতে ভারতীয় সেনা বাহিনীতে যোগ দিয়ে সেনাবাহিনীর কাজকে এগিয়ে দিতে চায় বিজ্ঞানের সাহায্যে।