
নিজস্ব প্রতিবেদন:আগামী ১৫ ই ফেব্রুয়ারী থেকে ১৯ শে ফেব্রুয়ারী ইন্দোরে অনুষ্ঠিত হতে চলেছে চব্বিশতম সিনিয়র ও অষ্টম জুনিয়র জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া।তাতে অংশ নিতে সাত সদস্যের মুখ বধির জুনিয়র ও সিনিয়র টেবিল টেনিস খেলোয়াড় শিলিগুড়ি থেকে রওনা দিয়েছে। রবিবার এই খেলোয়াড়েরা রওনা হবার প্রাক্কালে প্লায়ার্স ওয়েলফেয়ার এন্ড রিহ্যাব সোসাইটির পক্ষ থেকে কিছূ অর্থ সাহায্য করা হয়।তার সঙ্গে ভ্যালেন্টাইনস ডে-কে সামনে রেখে গোলাপ ফুল ও শংসাপত্র দেওয়া হয়।সেসব তুলে দেন ওই সংস্থার সম্পাদক অমিত সরকার, জাতীয় টি টি কোচ ভারতী ঘোষ, জাতীয় এথলেটিক কোচ দেবকুমার দে ওরফে কানু।এরই পাশাপাশি দার্জিলিঙের সাংসদ, শিলিগুড়ির মেয়র ও সরকারি আধিকারিকদের কাছে প্রস্তাব দেওয়া হয় যাতে কৃতীরা তাঁদের সরকারি সব প্রাপ্য সম্মান পায়।
