প্রকৃতি ও বন্যপ্রানের ওপর চিত্র প্রদর্শনী শিলিগুড়িতে, উপস্থিত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন ঃ প্রকৃতি এবং বন্যপ্রাণের ওপর চিত্র প্রদর্শনী’ রবিবার শুরু হয়েছে শিলিগুড়ি তথ্যকেন্দ্রের রামকিংকর হলে। প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা এবং প্রকৃতি প্রেমিক সব্যসাচি চক্রবর্তী এদিন এই প্রদর্শনী শুরুর দিনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি রামকিংকর হলে।তার সঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। পরিবেশপ্রেমী সংস্থা অপটোপিক এই প্রদর্শনীর আয়োজন করেছে।সোমবারও প্রদর্শনী চলবে।সংস্থার তরফে বিশিষ্ট পরিবেশবিদ দীপজ্যোতি চক্রবর্তী এবং অন্যদের অক্লান্ত পরিশ্রমে শিলিগুড়ি ও তার আশপাশে বেশ কয়েকবছর ধরে পরিবেশের সুরক্ষায় বহুরকম কর্মকান্ড চলছে।তারইমধ্যে একটি হল এই প্রকৃতি ও বন্যপ্রানের ওপর চিত্র প্রদর্শনী। ব্যতিক্রমী চলচ্চিত্র অভিনেতা সব্যসাচি চক্রবর্তী তাঁর ব্যস্ততার মধ্যেও অপটোপিকের এই ধরনের কাজকে উৎসাহিত করে চলেছেন সবসময়।