
নিজস্ব প্রতিবেদন : উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম এবং আকর্ষণীয় ফুল মেলা এবারও শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে । শিলিগুড়ি হর্টি কালচার সোসাইটির উদ্যোগে এই উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী আয়োজিত হবে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ওই প্রদর্শনী চলবে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই ফুল মেলার উদ্বোধন করবেন । মেলায় ফুল, ফল, বাহারি গাছ, অর্কিট ক্যাকটাসের প্রদর্শনী থাকছে । এছাড়াও বিভিন্ন বাহারি গাছ ফুল এবং ফলে ঘর সাজানোর উপকরণ নিয়ে থাকবে বিক্রয় কেন্দ্র এবং সরকারি স্টল। পাশাপাশি থাকবে ছোট থেকে বড় সবাইকে নিয়ে নাচ গান আবৃত্তি, ছোটদের জন্য ফ্যাশন শো, বসে আঁকো প্রতিযোগিতা। শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির সম্পাদক প্রশান্ত সেন, সভাপতি নান্টু পাল, সহ-সভাপতি বাপি পালসহ অন্যান্যরা সোমবার শিলিগুড়িতে সাংবাদিকদের এসব তথ্য দিয়েছেন । এবারের এই পুষ্প মেলায় শিলিগুড়ি, কলকাতা, মিরিকের পাশাপাশি সিকিমের পাহাড়ি অর্কিডের সমারোহ থাকছে । প্রায় সাড়ে তিন হাজার টবের মধ্যে হবে ওই পুষ্প প্রদর্শনী। গতবছর স্টলের সংখ্যা ৭৬ ছিলো,এবার তা বাড়িয়ে ৮৭ করা হয়েছে। মোট ৭৯ প্রজাতির ফুল, ফল এবং গাছ থাকছে। মোট আটটি বিভাগে ৩২৯ টি পুরস্কার রাখা হচ্ছে আয়োজক কমিটির তরফে। এছাড়াও ভেষজ উদ্ভিদের উপর প্রশিক্ষণের ব্যবস্থাও থাকছে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—