শিং নেই তবু নাম তার সিংহ, ভ্যাবাচ্যাকা নয়– খুশির খবর, শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে এলো দুই সিংহ

নিজস্ব প্রতিবেদন : “সিং নেই, তবু নাম তার সিংহ। ডিম নয় তবু অশ্বডিম্ব। গায়ে লাগে ছ্যাঁকা,ভ্যাবাচ্যাকা।হাম্বা- হাম্বা ” না, না কোনো গান গাইতে বসি নি।গুরুত্বপূর্ণ খবর দিতেই বসেছি।আসলে সেই শিং না থাকা সিংহই এবার এসেছে শিলিগুড়িতে। অনেক দিন অপেক্ষা করার পর পর শেষমেষ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সিংহরাজ এসে পৌচেছে। ত্রিপুরার সিপাহিজলা জুয়োলজিক্যাল পার্ক থেকে দুটি সিংহ সোমবার শিলিগুড়িতে এসেছে । পশু অ্যাম্বুলেন্সে চাপিয়ে সিংহ দুটিকে নিরাপদে বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়।সিংহমামারা শিলিগুড়ি আসতেই শিলিগুড়িতে বিশেষ করে শিশুদের মনে খুশির হাওয়া তৈরি হয়েছে ।কিছু শিশু কিশোর সিংহমামাদের আসার খবর পেয়ে সোমবার শিলিগুড়ি বেঙ্গল সাফারির সামনে উঁকিঝুঁকি দেয়।
বেঙ্গল সাফারির নতুন এই দুই অতিথির নাম আকবর ও সীতা।ত্রিপুরার সিপাহিজলা জুয়োলজিক্যাল পার্কেই জন্ম তাদের ।আকবরের বয়স ৭ বছর এবং সীতার বয়স পাঁচ বছর।দুজনেই একসঙ্গে কাছাকাছি থাকতে পছন্দ করে।এই দুই সিংহ বেঙ্গল সাফারিতে একসঙ্গে থাকলে সিংহের প্রজননেও সফলতা আসবে বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ।বাঘ, গণ্ডার, হাতি সহ বিভিন্ন জীবজন্তুর সঙ্গে এবার সিংহের আগমনে বেঙ্গল সাফারিতে পর্যটকের সংখ্যাও বাড়বে বলে তাদের আশা।বছরের শুরুর দ্বিতীয় মাসেই সিংহরাজের আগমনে খুশি পার্ক কর্তৃপক্ষ।নিরাপদেই সিংহ দুটি এদিন পৌঁছেছে।এখন তাদের এনক্লোজারে রাখা হবে।আপাতত পর্যটকদের সামনে তাদের আনা হবে না।এখানকার পরিবেশের সঙ্গে তারা নিজেদের মানিয়ে নেওয়ার পরই তাদের পর্যটকদের সামনে আনা হবে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—