ভোট প্রচারে বেরিয়ে সংবর্ধনায় ভাসলেন অশোক ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদনঃ রোজই তিনি ভোট প্রচারে বের হচ্ছেন, শনিবারও নির্বাচনী প্রচারে শিলিগুড়ি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে বের হন শিলিগুড়ির বাম মনোনীত প্রার্থী অশোক ভট্টাচার্য।এদিন প্রচারে বেরিয়ে এলাকার সাধারন মানুষের উষ্ণ সম্বর্ধনায় আপ্লুত হন অশোকবাবু।শাঁখ বাজিয়ে,ফুল ছিটিয়ে,প্রদীপ দিয়ে বরণ করা হয় তাঁকে।দীর্ঘসময় স্থানীয় লোকজনের কথা শোনেন তিনি । সদ্য বিজেপিতে যোগ দেওয়া শঙ্কর ঘোষ সম্পর্কেও তিনি প্রতিক্রিয়া জানান।শঙ্কর ঘোষ নিয়ে তিনি যে আর মাথা ঘামাতে রাজি নন সেকথাও তিনি জানিয়ে দেন। প্রসঙ্গত অশোকবাবুদেরই সঙ্গী শঙ্কর ঘোষ সিপিএম থেকে ইস্তফা দিয়ে শুক্রবার বিজেপিতে যোগ দিয়েছেন।