দুধ মুখে অন্ন গ্রহনের অনুষ্ঠানে প্রকাশিত অন্যরকম কবিতার বই সিকি পয়সার কবিতা

নিজস্ব প্রতিবেদন ঃ এক কবিতার নাম, বম্মা হলো চিত পটাং। সে কবিতায় লেখা রয়েছে, “দুধের বোতল মুখে দিয়ে দুধ চোষা অভ্যাস,/দুধ খাওয়া শেষ হলে ওরা বলে সাবাস সাবাস।/আমি বলি তোমরা খাও কতকিছু —/মাছ-মাংস মন্ডা মিঠাই, / আমি কি তোমাদের খাওয়া দেখতে যাই?/এই কারনে মাঝেমধ্যে দুধ খাওয়া বন্ধ করি,/ঠাম্মা দাদাই বম্মাকে রাগাই।/ আদু আদু করে যখন সবাই, / আমি তখন একটু দুধ খাই।/ দাদাইতো মাথায় হাত বুলায়/ চোখ বুজে থাকি বড় লজ্জায়।/ সেকি? এইটুকু না বয়স?/ উল্টি জানিস না।/ মুখে নেই বোল,চাস শুধু কোল,/ ভাবিস না এমনটি,/ ঠাম্মা যাবে কোথায়? / বম্মা শুনে হলো চিত পটাং।”এ কবিতা লিখেছেন কবি নির্মলেন্দু দাস, যিনি উত্তরবঙ্গের কবি মহলে কবি চন্দ্রচূড় নামে পরিচিত। রবিবার ১৩ মার্চ নির্মলেন্দুবাবুর লেখা এরকম ৩২টি কবিতা নিয়ে প্রকাশিত হলো কবিতার বই সিকি পয়সার কবিতা। আসলে এদিনই শিলিগুড়ি হায়দরপাড়া শরৎ পল্লীতে নির্মলেন্দুবাবুর নাতনি সানভির অন্নপ্রাশন অনুষ্ঠান ছিল। দুধ মুখে অন্ন গ্রহনের সেই অনুষ্ঠানে ছোট্ট শিশু কন্যা সানভি অন্ন গ্রহন করেছে সিকি পয়সার কবিতা নামক বইয়ের আবরন উন্মোচনের মাধ্যমে। বইটিতে ৩২টি কবিতা ঠাঁই পেয়েছে। বইয়ের উদ্বোধনের মাধ্যমে অন্নপ্রাশন অনুষ্ঠান এক ভিন্ন মাত্রা পায়।অতীতে বিজ্ঞানী ও কবি নির্মলেন্দুবাবুর লেখা অন্তহীন বেদনা, আত্মা ও মন, এই মন্দিরের মা আমি প্রভৃতি বইগুলো পাঠক সমাজে দাগ কাটে।এবার নাতনির অন্নপ্রাশনে ভিন্ন মাত্রার কবিতার বই। ৯৭ বছর বয়স্কা কবি, নির্মলেন্দুবাবুর মা মুকুল দাসের হাত ধরে বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে নির্মলেন্দুবাবুর লেখা আর একটি কবিতা, এমন বউ কে নেবে রে! নতুন বউ নতুন বউ সাজগোজ জানে না।/লাল শাড়ি পড়ে ওতো পাড়া ঘোরে না।/ চাঁদ হলো তার মাথার টিকলি/ দুলছে এদিক ওদিক, / জানে না সে রঙের খেলা / এমনি হার্দিক / মায়ের কোলে থাকে মেয়ে/ অবুঝ খেলার পাখি,/ নিত্য সে যে বউ সাজে না/ ঘুমায় সরষে বালিশে মাথা রাখি।/ দুধ খেলে আর মনে থাকে না, পালায় ঘুমের দেশে,/এখানে তো কেউ থাকে না, / থাকে-ও দেব-বেশে।/ সোনা আমার এমনি খুশি কান্নাকাটি নাই,/ যে আসুক তার কাছে শুধু কোল চাই।/ কাকে করি ভরসা বলো,চারিদিকে করোনার ছাইপাশ/ আগলে রাখি ইরাকে আমার / দরকার নেই এখন ভালোবাসার। / ঘাড় ওর শক্ত নয় স্প্রিংয়ের মতো দোলে,/ এমন বৌ কে নেবে রে,সবাই কোলে তোলে। নির্মলেন্দুবাবুর নাতনির মুখেভাত অনুষ্ঠানে এমন সব কবিতার ডালি নিয়ে প্রকাশিত বই অনুষ্ঠানে যোগ দিতে আসা অন্যান্য অতিথিদের নজরও কাড়ে।