
নিজস্ব প্রতিবেদন ঃ কাশ্মীরের এক সৌন্দর্য জল সিতারা বোট।আর সেই সিতারা বোটের আনন্দ নিতে এখন আর কাশ্মীর নয়, মিরিকেই মিলবে সেই আনন্দ। শুক্রবার মিরিক লেকে চালু হল কাশ্মীরের মত সিতারা বোটের। এদিন এই বোটের উদ্বোধন করেন পর্যটন বিভাগের সহ নির্দেশক সুরজ শর্মা। পাশাপাশি এদিন এই বোটটিকে দেখতে মিরিকে ঘুরতে যাওয়া পর্যটক ও মিরিকের স্থানীয় বাসিন্দাদের ভিড় লক্ষ করা যায়।
