
নিজস্ব প্রতিবেদন ঃ *ড্রিল, ওয়েপন ট্রেনিং, ম্যাপ রিডিং, জাজিং ডিস্টেন্স সোশ্যাল সার্ভিস এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এর মত বিষয়ের ওপর ট্রেনিং প্রদান করা হলো।*
গত ৪ঠা মার্চ থেকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি কলেজে চলছিলো সিকিম এবং বেঙ্গল এন সি সির ৬১ ব্যাটালিয়নের বিশেষ শিবির কম্বাইন্ড আনুয়াল ট্রেনিং ক্যাম্প, জেলার বিভিন্ন কলেজ থেকে চারশ ছাত্র ছাত্রী এই বিশেষ শিবিরে অংশ নেয়, রোববার ছিলো দশ দিনের এই বিশেষ শিবিরের সমাপ্তি, এই কয়দিনে রাইফেল ট্রেনিং সহ অন্যান্য প্রশিক্ষণের পাশাপাশি ক্যাডেটরা সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করে, সমাপ্তি দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্যাডেটদের হাতে পুরস্কারের পাশাপাশি ফুটবল, ভলিবল তুলে দেওয়া হয়,
কার্যত ছাত্র অবস্থা থেকেই নিজেকে একজন প্রকৃত মানুষ গড়ে তোলাই এই ধরণের প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য। এর পাশাপাশি কলেজ জীবন থেকে সেনা বাহিনির সঙ্গে থেকে দেশের জন্য কিছু করার মানসিকতা সৃষ্টি করাও এর লক্ষ্য বলে জানিয়েছেন শিবির শেষে পরিদর্শনে আসা উচ্চপদস্থ সেনা কর্তারা।
বেঙ্গল সিকিম ৬১নম্বর এন সি সি ব্যাটালিয়নের পরিচালনায় চলা শিবিরের সমাপ্তি দিনে ক্যাডেটদের সঙ্গে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন ।বেঙ্গল সিকিম এন সি সি ডাইরেক্টটরের এর অতিরিক্তি ডিরেক্টর জেনারেল , মেজর জেনারেল ইউ সি সেনগুপ্ত, ওনার সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার সঞ্জীব জারিয়াল প্রমুখ।
এই বিশেষ শিবির প্রসঙ্গে অফিসার কর্নেল আর এস চৌহান জানান, এই দশ দিনের বিশেষ ট্রেনিংয়ে ক্যাডেটরা অস্ত্র চালানোর প্রশিক্ষণ সহ তাদের বি এবং সি সার্টিফিকেট প্রাপ্তির যোগ্যতারও প্রমান দিয়েছে।
