করোনার বিরুদ্ধে নাগরাকাটায় ব্যতিক্রমী চিকিৎসক — আমরা করবো জয়

নিজস্ব প্রতিবেদন ঃডুয়ার্স এলাকার নাগরাকাটা ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ সুপর্ণা হালদার বর্তমান করোনা পরিস্থিতিতে তাঁর কাজের মাধ্যমে নজির তৈরি করেছেন। করোনা ঠেকাতে স্যানিটাইজেশন, ভ্যাকসিন কর্মসূচি সহ বিভিন্ন কাজ তিনি করে চলেছেন সব স্বাস্থ্য কর্মীকে সঙ্গে নিয়ে। এরমধ্যে ব্লকে তাঁর কর্মজীবনের দশ বছর পূর্তি হল।ব্লকের বিভিন্ন স্বাস্থ্য কর্মী, নার্স তাঁর কাজে বেশ খুশি।আমরা করবো জয় গানের সঙ্গে সব স্বাস্থ্য কর্মীকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও উদ্দীপ্ত করলেন।