
নিজস্ব প্রতিবেদন ঃ যাদের দেখার কেউ নেই, যারা ঠিকমতো খেতে পায় না তাদের পাশে থাকার নতুন উদ্যোগ নিলো। শিলিগুড়ি এন্ড স্মাইল সোশাল ওয়েলফেয়ার সোসাইটি। তাদের হাতে চাল , ডাল ,তেল ,লবণ , সাবান সোয়াবিন ,সবজি , তুলে দেওয়া হলো । সংস্থার সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন সকলের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে এন্ড স্মাইল পরিবার অসহায় বয়স্কদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে চলেছে।
প্রতি মাসে এই সব অসহায় বয়স্ক মানুষদের হাতে মাসের বাজার তুলে দেওয়া হয় এন্ড স্মাইল পরিবারের তরফ থেকে ।আপনারাও চাইলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। নবকুমারবাবু বলন, সকলের সহযোগিতা পেলে তাঁরা আরো অসহায় বয়স্ক মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন।
যোগাযোগ নম্বর 079088 46581

আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-