দার্জিলিং থেকে শিলিগুড়ি, শ্রদ্ধার সঙ্গে ভানু ভক্ত স্মরন

নিজস্ব প্রতিবেদন ঃ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে দার্জিলিঙের মালে বিখ্যাত নেপালি কবি ভানুভক্ত আচার্য -র ২০৭ তম জন্মজয়ন্তী উদযাপন সমারোহ অনুষ্ঠান হয় মঙ্গলবার । সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক, শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রাক্তন চেয়ারম্যান জি টি এ, প্রিন্সিপ্যাল সেক্রেটারি জি টি এ, দার্জিলিংয়ের জেলা শাসক এবং পুলিশ সুপার ।
#শিলিগুড়িতে_ভানু_ভক্তের_প্রতি_শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদন ঃ নেপালি আদি কবি ভানুভক্তের ২০৭ তম জন্ম জয়ন্তী পালন করা হলো শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে।মঙ্গলবার শিলিগুড়ি জংশন এলাকায় ভানুভক্তের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে এবং মালা পরিয়ে ২০৭ তম জন্মজয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী, বিবেক বৈদ এবং শিলিগুড়ি পুরসভার কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ এবং নান্টু পাল।সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন সরকার জানান, প্রতি বছরের মতো এবছর শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে নেপালী কবি ভানুভক্ত জন্মজয়ন্তী পালন করা হল। তিনি নেপালি সমাজ এবং নেপালি সাহিত্যে অবদান রেখে গিয়েছেন, তা যতদিন পৃথিবী থাকবে ততদিন মানুষের মনে থাকবে। আজ একটি বিশেষ দিন যার কারণে আজ দার্জিলিং জেলা তে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি শুধুমাত্র কবি ছিলেন না তিনি সমাজসেবী হিসেবেও সমাজকে সব সময় ভালো পথে পরিচালনা করার চেষ্টা করেছেন। দীর্ঘদিন তিনি বিভিন্ন পিছিয়ে পড়া জাতিকে বাঁচিয়ে রাখার পক্ষে বহু কাজ করেছেন। আজকের দিনে দাঁড়িয়েও এটা এতটাই বাস্তব এবং প্রাসঙ্গিক যে আমরা তাকে ছাড়া আমাদের জেলা এবং আমাদের রাজ্য ভাবতে পারিনা।