সারা ভারত রেলওয়ে টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন সাউথ ইস্টার্ন রেলওয়ে

নিজস্ব প্রতিবেদন ঃ ৬৯তম অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ পুরুষ ও মহিলা বিভাগের সমাপ্তি হলো। সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করেন এন এফ রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ৭ই আগস্ট, ২০২৩ থেকে পুরুষ ও মহিলা বিভাগে ৬৯তম অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এর আয়োজন করা হয়েছিল, যার সমাপ্তি ঘটে ১১ই আগস্ট। সমাপ্তি অনুষ্ঠানে এনএফআরএসএ-এর সভাপতি, অসম টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সম্পাদক ও অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা উপস্থিতি ছিলেন।উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন।
এই টুর্নামেন্টে দেশজুড়ে ভারতীয় রেলওয়ের বিভিন্ন জোন-পিএসইউ থেকে মোট ১৬০ জন খেলোয়াড় নিয়ে গঠিত ১২টি পুরুষের দল ও ৭টি মহিলা দল, আন্তর্জাতিক রেফারি ও কোচ আধিকারিকরা অংশগ্রহণ করেছিলেন। এই ক্রীড়া অনুষ্ঠানটি পুরুষ ও মহিলা টিম চ্যাম্পিয়নশিপ এবং পুরুষ ও মহিলা সিঙ্গলস-এর অধীনে শ্রেণিবিভক্ত করা হয়েছিল। পুরুষ ও মহিলা উভয় টিম চ্যাম্পিয়নশিপে সাউথ ইস্টার্ন রেলওয়ে চ্যাম্পিয়ন হয়। মহিলা সিঙ্গলস-এ ওয়েস্টার্ন রেলওয়ের অনুশা কুটুম্বলেকে হারিয়ে আইসিএফ, চেন্নাই-এর ভি. কৌশিকা চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষ সিঙ্গলে অনির্বাণ ঘোষ তাঁর প্রতিপক্ষ আকাশ পালকে হারিয়ে চ্যাম্পিয়ন হন, দুজনেই সাউথ ইস্টার্ন রেলওয়ের খেলোয়াড়।
২০২০ সালে টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্বকারী এবং বিশ্ব টেবিল টেনিস মহিলা ডাবলস-এর বিজয়ী তথা সাউথ ইস্টার্ন রেলওয়ের সুতীর্থা মুখার্জির মতো তারকা খেলোয়াড়ের পাশাপাশি ইস্টার্ন রেলওয়ের রোনিত ভাঞ্জা, সাউথ ইস্টার্ন রেলওয়ের অনির্বাণ ঘোষ, মেট্রো রেলওয়ের পয়মন্তী বৈশ্য এবং ওয়েস্টার্ন রেলওয়ের অনুশা কুটুম্বলের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বলে এন এফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক
সব্যসাচী দে জানিয়েছেন।
এন এফ রেলওয়ের সূত্রে জানানো হয়েছে, অসমের মালিগাঁওতে ওই টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হয়। সেমি ফাইনালে সাউথ ইস্টার্ন রেল ৩-০ তে মেট্রো রেলকে হারিয়ে ফাইনালে ওঠে। এন এফ রেল তিন এক পয়েন্টে ওয়েস্টার্ন রেলকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে এনএফএল ৩–০ পয়েন্টে হেরে যায় সাউথ ইস্টার্ন রেলের কাছে। এনএফ রেলওয়ে ওমেন্স টিমে অংশ নিয়েছিল অনুষ্কা দত্ত, সাগরিকা মুখার্জি, মৌলি মোদক, তনয়া দত্ত, টেকমি সরকার। এন এফ রেলওয়ে টিমের কোচ ছিলেন দেবাশীষ ঘোষ এবং মধুমিতা গগৈ। ম্যানেজার ছিলেন অরুনাভ চক্রবর্তী। গোটা চ্যাম্পিয়নশিপ ঘিরে রেল কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-