
নিজস্ব প্রতিবেদন ঃ পুজো এলেই অন্যরকম এক মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে মেতে ওঠেন শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি কাঞ্চনবাড়ির বাসিন্দা সবুজ দাস। এবারও তাঁর অনুষ্ঠান রয়েছে মহালয়ার পুন্য প্রভাতে শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে। সবুজবাবুর পেশা এল আইসির উপদেষ্টা আর নেশা তাঁর মহালয়ার বিশেষ অনুষ্ঠান প্রদর্শন। যখন তিনি নবম শ্রেণিতে পড়েন তখন থেকেই তাঁর এই বিশেষ নেশা তৈরি হয় আসলে তিনি ছোটবেলায় তাঁর বাবামায়ের সঙ্গে সাহুডাঙি আশ্রমে যেতেন। সেখানে বিভিন্ন সময়ে গৌরাঙ্গ দাস সহ অন্যদের কাছে শুনেছেন মহালয়ার অনুষ্ঠান তারপর তিনি তা নিজে থেকেই অনুশীলন শুরু করেন। আর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এক মহালয়া শিল্পী। আজ মা আসছে অনুষ্ঠানে শুনুন প্রতিভাবান শিল্পী সবুজ দাসের কন্ঠে মহালয়ার কিছু অংশ—–
