
নিজস্ব প্রতিবেদন ঃজলপাইগুড়ির রানীনগর শিল্পবিকাশ কেন্দ্রে বহুজাতিক ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার নতুন ইউনিটের উদ্বোধন হলো । সোমবার আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।*
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অরূপ বিশ্বাস, শশী পাঁজা, উদয়ন গুহ, বুলুচিক বরাইক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । রানীনগর শিল্পবিকাশ কেন্দ্রে বহুজাতিক ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা কোকাকোলার কারখানা রয়েছে অনেকদিন আগে থেকেই । সংস্থার ব্যবসা বাড়াতে এবার অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আরও একটি নতুন প্ল্যান্ট তৈরি হয়েছে । নতুন এই প্ল্যান্টেরই সোমবার ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বহুজাতিক ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার নতুন এই ইউনিটের মধ্য দিয়ে প্রচুর কর্মসংস্থান হবে বলে জানান মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী বলেন, এই পানীয় সংস্থার জন্য ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ৬৬ শতাংশ মহিলা চাকরি করেন এই সংস্থায়।
