অসহায় দরিদ্র শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলো ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি সারদা পল্লীর বাসিন্দা প্রদীপ সাহার মা প্রয়াত হয়েছেন কয়েকদিন আগে। রবিবার ছিলো মৎস্যমুখীর অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠানে কিছু ভাত ডাল মাছ ইত্যাদি অতিরিক্ত হয়ে যায়।প্রদীপবাবু ভাবেন,এইসব অতিরিক্ত খাবার ফেলে দেওয়া যাবে না।কেননা বহু গরিব মানুষ খাবারের অভাবে কষ্ট পান।বহু গরিব মানুষ রাতে অভুক্ত থাকে।তাই প্রদীপবাবু রাতেই সেই সব অতিরিক্ত খাদ্য সামগ্রী শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী পূজা মোক্তার এর হাতে তুলে দেন। অনেক রাত হয়ে যাওয়ায় পূজাদেবীরা আর সেই সব খাদ্য সামগ্রী বিতরণ করতে পারেননি।সব খাদ্য সামগ্রী তিনি গরম করে রেখে দেন।সোমবার বাগডোগরার কমলাজোতে অসহায় দরিদ্র শিশু এবং অন্যান্য দুঃস্থদের মধ্যে সেই সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে পূজাদেবী জানিয়েছেন। এভাবে আরও কারও অনুষ্ঠানে অতিরিক্ত খাদ্য সামগ্রী হলে তা ফেলে না দিয়ে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির হাতে তুলে দিতে পারেন।যোগাযোগ নম্বর
8918354785
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—