
নিজস্ব প্রতিবেদন ঃ কোনো প্রানীর প্রান বাঁচানো, এক অতীব মহৎ কাজ।ডুয়ার্সের জঙ্গলে ট্রেনে কাটা পড়ে ঘন ঘন হাতি মৃত্যুর খবর পেয়ে অনেকে হতাশ হচ্ছিলেন।মনে দুঃখ তৈরি হচ্ছিল অনেকেরই। এরমধ্যেই মঙ্গলবার দুূু দুটি বুনো হাতির প্রান বাঁচানোর খবর সামনে এলো।
চালকের তৎপরতায় প্রাণ বাঁচলো দুটো বুনো হাতির।মঙ্গলবার ভোরে ডুয়ার্সের ট্রেন রুটের চালসা ও নাগরাকাটা স্টেশনের মধ্যবর্তী স্থানে ৭০ বাই ৯ নম্বার পিলারের কাছে ঘটনাটি ঘটে সকাল ৬টা২২ মিনিটে।
আবার মঙ্গলবারই ৬টা৪২ মিনিট নাগাদ শিলিগুড়ি থেকে ধুবড়িগামী ৭৫৭৪১ শিলিগুড়ি – ধুবড়ি ডিএমইউ ট্রেনের দুই চালক সুভাষ কুমার দাস এবং সুদেব নাথ এর তৎপরতায় প্রাণ বাঁচে একটি বুনো হাতির। ঘটনাটি ঘটেছে চালসা – নাগরাকাটা স্টেশনের মাঝে ৭১ বাই ০ থেকে ১ নম্বার পিলারে। ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়েই চলে গিয়েছে ব্রডগেজ রেললাইন। রেল লাইনের আশপাশে মাঝেমধ্যেই বন্যজন্তুদের আনাগোনা লেগে থাকে।যদিও ডুয়ার্সের এই রেলপথে ট্রেনের গতিবেগ নিয়ন্ত্রণ করা রয়েছে। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটছিলো। জঙ্গলের মধ্যে অবশ্য বাড়তি সতর্কতা অবলম্বন করে চালকেরা ট্রেন চালিয়ে থাকেন।আর ট্রেন চালকদের সতর্কতাতেই এখন হাতি সহ বিভিন্ন বন্য প্রাণীর প্রান বাঁচছে। লাগাতার ট্রেন চালকের তৎপরতায় হাতি রক্ষার ঘটনায় এবার বেশ খুশি পরিবেশপ্রেমীরা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন–
