মুরগির খাঁচায় বিশাল আকৃতির কিং কোবরা

নিজস্ব প্রতিবেদন ঃ বাড়ির খাঁচায় বিশাল আকারের কিং কোবরা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই অঞ্চলের চড়াই মহলে মন্টু ওরাওয়ের বাড়ির মুরগির খাঁচা থেকে উদ্ধার হলো বিশাল আকৃতির কিং কোবরা। মন্টুবাবুর বাড়িতে বাড়ির লোকেরা মুরগির খাঁচায় হঠাৎ মুরগির চেঁচামেচি শুনতে পান। তখন বাড়ির লোকেরা খাঁচার দিকে এগিয়ে গেলে লক্ষ্য করেন বিশাল আকৃতির একটি কিং কোবরা সাপ। তখন সকলে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন। আসেন বনদপ্তরের কর্মীরাও। অনেক চেষ্টার পর কিং কোবরাটিকে উদ্ধার করতে সক্ষম হন ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্য বন্ধু বাবু জানান কিং কোবরাটি আনুমানিক বারো ফুট লম্বা। সাপটি উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ।