
নিজস্ব প্রতিবেদন ঃ গুজরাটের গান্ধী নগরে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে রেস ওয়াক প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন বাংলার পূজা প্রামানিক। শিলিগুড়ি কাওয়াখালি পোড়াঝাড় এলাকায় পূজার বাড়ি। খুবই অভাবের মধ্যে প্রতিকূলতার সঙ্গে লড়াই চালিয়ে পূজা আজ চারদিকে সুনাম অর্জন করেছেন।পূজাকে আরও এগিয়ে দেওয়ার জন্য বুধবার বিশিষ্ট সমাজসেবী মদন ভট্টাচার্য পূজার বাড়িতে গিয়ে তাঁকে নগদ দশ হাজার টাকা সাহায্য করেছেন। ফুল মিস্টি দিয়ে মদনবাবু পূজাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশিষ্ট ক্রীড়াবিদ দেবকুমার দে পূজাকে বিভিন্ন সময়ে খেলার বিষয়ে গাইড করছেন।
