শুক্রবার দার্জিলিং জেলায় করোনা আক্রান্ত ১৩০ জন

নিজস্ব প্রতিবেদনঃ একদিন করোনা আক্রান্তের সংখ্যা একটু কমলেও পরদিন আবার একলাফে অনেকটা বেড়ে যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই হিসেবে শুক্রবার দার্জিলিং জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটা বেড়ে গেল।এদিন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৩০ জনে। জলপাইগুড়ি জেলার সংযোজিত ভক্তিনগর, এনজেপি থানা মিলিয়ে এদিন করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৬৬ জন।

এদিন দার্জিলিং জেলার শিলিগুড়ি পুর এলাকায় ৪৮, দার্জিলিংয়ে ৬, খড়িবাড়ি, সুকনা, কার্শিয়াং, মাটিগাড়া,মিরিক, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, পুলবাজার, সুখিয়াপোখরি, তাকদা মিলিয়ে আক্রান্ত ছিলো এমন ৪, ৬, ১১, ২৩, ৮, ১২, ৫, ৩, ৩ এবং ১। জলপাইগুড়ি জেলার সংযোজিত ভক্তিনগর অঞ্চল মিলিয়ে আক্রান্ত ছিলো ৬৬ জন। হোম আইসোলেশন মিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় এদিন মোট ১০৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।