বিশ্ব একদিন ডায়াবেটিসমুক্ত হবেই”— আশাবাদী শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল

নিজস্ব প্রতিবেদন, ১৩ নভেম্বর: ডায়াবেটিস — আজ আর শুধু একটি রোগ নয়, এটি ঘরে ঘরে পৌঁছে যাওয়া এক নীরব মহামারী। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা, পরিবর্তন হচ্ছে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস। তাই ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সারা দেশজুড়ে যেমন সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে, তেমনি শিলিগুড়িতেও চিকিৎসক মহলে তৈরি হয়েছে এক বিশেষ উৎসাহের পরিবেশ।

শহরের বিভিন্ন চিকিৎসক সংগঠন ইতিমধ্যেই গ্রহণ করেছে একাধিক স্বাস্থ্যশিবির, হেলথ চেক-আপ ক্যাম্প ও সচেতনতামূলক অনুষ্ঠান। এরই মাঝে, আশার আলো দেখালেন শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল।

খবরের ঘন্টাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডাঃ পাল জানান, “ডায়াবেটিসের চিকিৎসা পদ্ধতিতে এখন বিশ্বজুড়ে চলছে যুগান্তকারী পরিবর্তন। এমন সব নতুন ওষুধ ও থেরাপি আসছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি রোগীর অগ্ন্যাশয়ের কার্যক্ষমতা পুনরুদ্ধারে সাহায্য করবে। তাই নিঃসন্দেহে বলা যায়— আগামী দিনে বিশ্ব একদিন ডায়াবেটিসমুক্ত হতে চলেছে।”

সম্প্রতি কোচিতে অনুষ্ঠিত জাতীয় স্তরের এক সেমিনারে নিজের গবেষণাধর্মী বক্তব্যে এই বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। শুধু বক্তব্যই নয়, ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে তিনি নিজেও অংশ নিচ্ছেন একাধিক সচেতনতামূলক কর্মসূচিতে, যাতে সাধারণ মানুষ রোগ প্রতিরোধের মূল মন্ত্র— সচেতনতা— সম্পর্কে আরও জানেন।

ডাঃ পালের মতে, “জীবনযাত্রার পরিবর্তন, নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাসই হলো ডায়াবেটিস প্রতিরোধের সবচেয়ে কার্যকরী পথ।”

ডায়াবেটিস দিবসের এই বার্তা তাই শুধু রোগ নয়, এক নতুন আশার দিগন্ত খুলে দিল — যেখানে চিকিৎসা ও সচেতনতা মিলেমিশে গড়ে তুলবে এক ডায়াবেটিসমুক্ত ভবিষ্যৎ।