
নিজস্ব প্রতিবাদনঃফোরাম ফর হিউম্যানিটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন রবিবার প্রয়াত চিকিৎসক ডাঃ গৌতম দাশগুপ্ত স্মরনে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চা বাগানে বিলি করলো শীত বস্ত্র। তার সঙ্গে যক্ষ্মা আক্রান্ত বেশ কিছু মানুষের মধ্যে বিলি করা হয় পুষ্টিকর খাবার। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালি সামন্তের আমন্ত্রণে সাড়া দিয়ে শিলিগুড়ির ওই সংস্থার তরফে উজ্জ্বলবাবু এবং অন্যরা ওই উদ্যোগ নেন।ফোরাম ফর হিউম্যানিটি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই সামাজিক ও মানবিক কাজের তারিফ করেন সোনালি সামন্ত
