
নিজস্ব প্রতিবেদন ঃ গৃহস্থ বাড়ি থেকে আর্বজনা সংগ্রহের জন্য ৮০ টি নতুন ভ্যান রিকশা পেল কালিয়াগঞ্জ পুরসভা। পুর দপ্তরের অধিনস্হ রাজ্য নগর উন্নয়ন সংস্থা থেকে এই ভ্যান রিকশা দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে আরোও ৪০ টি ভ্যান রিকশা পাবে কালিয়াগঞ্জ পুরসভা। শহরের বিভিন্ন পাড়ার ছোট অলিগলি, যেখানে ট্রাক্টর ঢুকতে পারেনা। সে সকল এলাকার বাড়ি থেকে দৈনিক আর্বজনা সংগ্রহের কাজে এই ভ্যান রিকশা ব্যবহার করে পুরসভা। এই বিষয়ে রবিবার
কালিয়াগঞ্জের পুরপ্রধান রামনিবাস সাহা জানান, বাড়ি থেকে আর্বজনা সংগ্রহের জন্য পুরসভার হাতে যে ভ্যান রিকশাগুলো আছে। তা অনেক পুরোনো এবং অবস্হা ভালো নয়। তাই রাজ্য নগর উন্নয়ন সংস্থার কাছে ১২০ টি ভ্যান রিকশা চাওয়া হয়েছিল। প্রথম দুই ধাপে চল্লিশ করে ৮০ টি ভ্যান রিকশা মিলেছে। আরোও চল্লিশটি পাওয়া যাবে। বাড়ি থেকে আর্বজনা এবং পূজোর বাসি ফুল সংগ্রহের কাজ এই ভ্যান রিকশার মাধ্যমেই হয়।
