মানবাধিকার দিবসে মালবাজারের গ্রামে বিনামূল্যে স্বাস্থ্যশিবির — উপকৃত দেড়শোরও বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদন:
গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ডুয়ার্সের মালবাজারের অন্তর্গত বিধাননগর গ্রাম পঞ্চায়েতের খড়িয়ারবন্দর নন্দেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। প্রান্তিক মানুষের জন্য আয়োজিত এই শিবিরে রক্তচাপ, রক্তে শর্করা সহ নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

জি এইচ আর পিস ফাউন্ডেশনের আয়োজনে মালবাজার, জীবন সুরক্ষা ফার্মেসি এবং ডঃ রেড্ডি সংস্থার সহযোগিতায় শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় ১৫০ জনেরও বেশি প্রান্তিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান।

উপস্থিত ছিলেন জি এইচ আর পিস ফাউন্ডেশনের উপদেষ্টা পদম ছেত্রী, অসীম বন্দ্যে, জীবন সাপকোটা, বিদ্যুৎদা, দীপিকা বন্দ্যে, পম্পা রায়, সম্পা সরকার, ববি সাপকোটা, দেবযানি পাল এবং চিকিৎসক ডাঃ কৃষ্ণ বর্মন। রেড্ডি সংস্থার পক্ষ থেকে ছিলেন প্রশান্ত,অভিজিৎ এবং প্রসেনজিৎ।

গ্রামের বহু মানুষ খুশি এই শিবির আয়োজনের জন্য।এই স্বাস্থ্যশিবিরের বিস্তারিত তথ্য জানিয়েছেন জি এইচ আর পিস ফাউন্ডেশনের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিন্দু শর্মা।