কথার জন্মদিনে বিশেষ চাহিদাসম্পন্নদের পেট ভরে খাওয়ালেন রেল কর্মী

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃসোমবার 9 বছরে পা দিল কথা। ভালো নাম সৃষ্টি দেবনাথ। আর জন্মদিনের এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কথার বাবা রেলকর্মী সুমিত দেবনাথ শিলিগুড়ি হাকিম পাড়ার বিশেষচাহিদাসম্পন্ন শিশুদের স্কুল শিলিগুড়ি উদয়তে মেয়ের জন্মদিন পালন করলেন। কেক কেটে বিশেষচাহিদাসম্পন্ন শিশুদের দুপুরবেলায় খাওয়ানো হলো ডাল, ভাত, সবজি, ভাজা, মুরগির মাংস, মিষ্টি, চাটনি। অন্যদিকে বিশেষচাহিদাসম্পন্ন শিশুরা তাকে উপহার হিসেবে চকলেট, রাবার সহ অন্যান্য সামগ্রী তুলে দিল। এ এক অন্যরকম নজির হয়ে থাকল শিলিগুড়িতে। সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় এই কাজে সহযোগিতা করেন। তিনি এই ধরনের কাজে ভূয়সী প্রশংসা করেন।
কথার জন্মদিনে প্রতিবছরই এই ধরনের মানবিক ও সামাজিক কাজ করেন সুমিতবাবু। গতবছর রাস্তার ধারে পড়ে থাকা লোকজনদের এই দিনে শীত বস্ত্র তুলে দিয়েছিলেন তিনি। আর এবারে তিনি বিশেষচাহিদাসম্পন্নদের স্কুলে গিয়ে মেয়ের জন্মদিন পালন করলেন। এদিন বিশেষচাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে জন্মদিন পালন করতে পেরে কথা যেমন খুশি তেমনই খুশি ওই শিশুরাও। বিশেষচাহিদাসম্পন্নদের স্কুল শিলিগুড়ি উদয়তে মোট 68 জন ছাত্রছাত্রী রয়েছে। এদিন এসেছিল 30 জন। এর প্রধান অধ্যক্ষ রীতা চৌধুরী জানালেন, অত্যন্ত আর্থিক প্রতিকূলতার মধ্যে তাদের স্কুল চলছে এবং যেসব বিশেষচাহিদাসম্পন্ন সেখানে পড়াশোনা করে তাদের 99 শতাংশ প্রান্তিক। এদিন সুমিতবাবু যেভাবে পাশে এসে দাঁড়ালেন তাতে তারা খুশি। সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, সবাই মিলে এই শিলিগুড়ি উদয়ের পাশে দাঁড়ালে এই সংস্থা আরো এগিয়ে যাবে। তাদের সহযোগিতা করবার নম্বর 9434 98 3756। সুমিতবাবু বললেন, তিনি ভবিষ্যতেও এই সংস্থার পাশে থাকবেন। পাশাপাশি মেয়ের জন্মদিন এই ধরনের সংস্থায় পালন করা মানে হল ছোট থেকেই সামাজিক ও মানবিক দায়বদ্ধতার বীজ মেয়ের মধ্যে রোপন করা।