
নিজস্ব প্রতিবেদন ঃ স্বামীজির জন্মদিন থেকে ২৩শে জানুয়ারি বা ২৬শে জানুয়ারি বলে নয়,সারা বছর ধরেই তিনি মানুষের জন্য সেবামূলক কাজ করেন।গরিব মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে শুরু করে বস্ত্র দান সহ আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে প্রায়ই ব্যস্ত হয়ে উঠছেন এই সমাজসেবী। তিনি হলেন বাবলু তালুকদার। স্বেচ্ছাসেবী সংস্থা ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির কর্নধার তিনি।শিলিগুড়ি পার্ক প্যালেস এসি মার্কেট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসার কাজ করার ফাঁকেই তিনি সামাজিক কাজ করতে ভালোবাসেন আসলে তাঁর কথায়,দেশপ্রেমের ভাবনা থেকেই সারা বছর ধরেই এইসব কর্মসূচি
