
নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ির এক প্রতিভাবান এথলেট অস্মিতা রায়। অত্যন্ত কষ্টের মধ্যে তার দিন কাটছিলো। খবরটি পেয়ে শিলিগুড়ি থেকে টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ, প্রাক্তন ফুটবলার চন্দন ঘোষ,প্রখ্যাত এথলেট প্রশিক্ষক দেবকুমার দে ওরফে কানু, প্লেয়ার্স ওয়েলফেয়ার রিহ্যাব সোসাইটির অমিত সরকার মিলে বৃহস্পতিবার অস্মিতার হাতে
ট্র্যাক স্যুট,জ্যাকেট,নগদ ২০০০/ টাকা,হরলিক্স,ছোলা বাদাম, আপেল,ডিম প্রভৃতি তুলে দিয়েছেন।
