
নিজস্ব প্রতিবেদন ঃ বনবস্তির আদিবাসী শিশুদের মধ্যে জ্যাকেট টুপি,মোজা,খাতা কলম সহ অন্য সামগ্রী বিতরণ করলো শিলিগুড়ি হাকিমপাড়ার সঙ্গীত একাডেমি।বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে ওই কর্মসূচি নেওয়া হয়।বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায় এই উদ্যোগ নিয়েছেন। ডুয়ার্সের রামসাই বুধুরাম বনবস্তিতে স্বামী বিবেকানন্দর জন্মদিনে ওই কর্মসূচি পালন করা হয়।।সব শিশু এমনকি বয়স্কদেরও টুপি মোজা সংস্থার পক্ষ থেকে বিতরণ করা হয়। এরইসঙ্গে হতদরিদ্র এক আদিবাসী পরিবারের তিন ভাইকে স্কুলে যাবার জন্য উলের জ্যাকেট প্রদান করা হয়। অনিন্দিতাদেবী বলেন, ওদেরকে পড়াশোনার জন্যও খাতা বই কিনে দেওয়া হয়।। দীর্ঘ দুবছর ধরে এককভাবে পিছিয়ে পড়া বনবস্তির আদিবাসীদের পাশে দাঁড়ানোর প্রয়াস তাঁর চলছে বলে অনিন্দিতাদেবী জানান। কখনো রামসাই, বুধুরাম, বড়দিঘি কখনো আবার ওদলাবাড়ি নাগরাকাটায় তাঁর এই মানবিক কর্মসূচি চলছে।স্বামী বিবেকানন্দ জন্মদিনে বস্তির শিশুরা বলতে শিখলো বিবেকানন্দ অর্থাৎ বিবেক যোগ আনন্দ অর্থাৎ অহিংসা /ত্যাগ / সততা / মানব সেবার মধ্যে ঈশ্বরকে পাওয়া যায়।
