জন্মদিনে মানবিকতার বার্তা: খড়িবাড়ির মহিষমারিতে রক্তদান ও চোখের পরীক্ষা শিবির কপিল সিনহার

নিজস্ব প্রতিবেদক :
খড়িবাড়ি ব্লকের মহিষমারি গ্রামে এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকল এলাকাবাসী। গ্রামের হরিপদ সিনহা ও রেণুকা সিনহার পুত্র কপিল সিনহার ২৪তম জন্মদিন উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে আয়োজিত হল একটি রক্তদান শিবির ও বিনামূল্যের চোখের পরীক্ষা শিবির।

জন্মদিনের আনন্দকে সমাজসেবার সঙ্গে যুক্ত করে কপিল সিনহা প্রথমে কেক কাটেন এবং পরে নিজের দাদা উত্তম সিনহার সঙ্গে রক্তদান করেন। এই মানবিক উদ্যোগে কপিলের পরিবার-পরিজন ও এলাকার মানুষ মিলিয়ে মোট ২৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

এই শিবিরের অনুপ্রেরণাদাতা হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী বাপন দাস। তিনি বলেন, আনন্দের দিনগুলো যদি এইভাবে মানুষের উপকারে লাগানো যায়, তবে সমাজ আরও সুন্দর হয়ে উঠবে।

কপিল সিনহা জানান, সমাজকর্মী বাপন দাসের কাজ ও জীবনদর্শন দেখেই তিনি এই ধরনের সামাজিক উদ্যোগে অংশ নিতে অনুপ্রাণিত হয়েছেন।

জন্মদিনকে নিছক উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবসেবার মাধ্যমে উদযাপন করার এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে এবং যুবসমাজের জন্য এক ইতিবাচক বার্তা তুলে ধরেছে।