
নিজস্ব প্রতিবেদনঃ প্রতিদিন বিধ্বস্ত হচ্ছে পৃথিবীর পরিবেশ। কারন দূষণ। দূষনে জর্জরিত নদীগুলোও। শিলিগুড়ি শহরও এর বাইরে নয়। মহানন্দা, ফুলেশ্বরী, জোড়াপানি, সাহু নদী, বালাসন, পঞ্চনই সব নদী আজ কাঁদছে। কারন তাদেরকে দ্রুত বার্ধক্যে পৌঁছে দিচ্ছে একদল মানুষ!!!তাই রবিবার ১৪ মার্চ থেকে শিলিগুড়িতে শুরু হল নদী উৎসব। শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টীম ইচ্ছেবাড়ির সহযোগিতা নিয়ে এই উৎসব শুরু করেছে।

এদিন সাহু নদী ও তার আশপাশে নদীগুলোর জঞ্জাল অপসারণ করা হয়। সমাজসেবী শক্তি পাল জানিয়েছেন, তাঁরা ধারাবাহিকভাবে মানুষকে সচেতন করবেন নদীগুলোতে ময়লা বা আবর্জনা না ফেলার জন্য। বহু মানুষ নদীতে প্লাস্টিক ফেলছেন। বহু মানুষ নদীতে থার্মোকল ফেলছেন। এসবের জেরে নদীগুলো তার স্বাভাবিক নাব্যতা হারিয়ে ফেলছে। এর পরিনাম ভয়াবহ। আগামীতে এসবের জেরে ভুগতে হবে শিলিগুড়ি ও তার আশপাশের মানুষদের। তাই এখনই সচেতন হওয়ার সময় এসেছে। নদীগুলো প্রকৃতির এক একটি সম্পদ। নদী না বাঁচলে মানুষও ভালো থাকবে না।