নববর্ষে মিস্টি মুখ! কিন্তু সুগারের রোগীরা কি করবেন,কি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদন ঃ  নববর্ষ মানে মিস্টিমুখ।পয়লা বৈশাখ বাঙালি পালন করবে অথচ রসগোল্লা হবে না তা হয় নাকি।কিন্তু মিস্টির নাম শুনলে সুগারের রোগীরা মুখ বেজার করে থাকেন।সুগার হলে নাকি তাদের একদম মিস্টি খাওয়া চলবে না,বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল কিন্তু পাল্টা প্রশ্ন তুললেন, কে বলেছে সুগার হলে একদম মিস্টি চলবে না? মিস্টি চলবে কিন্তু হিসেব করে, ভারসাম্য বজায় রেখে তা খেতে হবে। একইসঙ্গে এখন চলছে প্রচন্ড গরমে।অনেকেই গরমে হাসফাঁস করছেন।এইসময় কি করনীয় সেকথাও মেলে ধরলেন এই বিশিষ্ট চিকিৎসক।বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন–