
নিজস্ব প্রতিবেদন ঃ তিনি গৌতম বুদ্ধের দর্শন বিশ্বাস করলেও তাঁর বাড়ির মন্দিরে রেখেছেন তারা মা, শিব-সরস্বতীর প্রতিকৃতি। আবার তার সঙ্গেই রয়েছে যীশুখ্রিস্টের মূর্তিও।মা তারা থেকে যিশুখ্রিস্ট এবং ভগবান বুদ্ধের মূর্তিতে প্রতিদিন ফুলমালা দিয়ে তিনি পুজো বা শ্রদ্ধা জানান। শিলিগুড়ি হায়দরপাড়া শরৎ পল্লীর বাসিন্দা পার্থপ্রতিম বড়ুয়া অন্যরকমভাবে তাঁর আধ্যাত্মিক সাধনা করছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে তাঁর বক্তব্য, সকলকে এইসময় করোনা বিধি মেনে যেমন লড়াই চালাতে হবে তেমনই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। ডুয়ার্সের কালচিনিতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান, দাতব্য হোমিও চিকিৎসার কর্মসূচিও চালিয়ে যাচ্ছেন পার্থপ্রতিমবাবু।
