খবরের ঘন্টার মানবিক আবেদনে সাড়া দিয়ে বহু গৃহবধূ প্রান্তিক শিশুদের জন্য প্রদান করলেন বেবি ফুড

নিজস্ব প্রতিবেদনঃকরোনা ঠেকানোর জন্য রাজ্যে বিভিন্ন বিধি নিষেধ চলছে। আর এর জেরে আবার বহু গরিব মানুষের কিছু সমস্যা তৈরি হয়েছে। এই অবস্থায় খবরের ঘন্টার উদ্যোগে মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে সমাজের অত্যন্ত প্রান্তিক এইচ আই ভি আক্রান্ত শিশুদের জন্য বেবি ফুড সংগ্রহের প্রয়াস শুরু হয়েছে। খবরের ঘন্টার তরফে সহ সম্পাদিকা শিল্পী পালিত অনেকের কাছে বেবি ফুড প্রদানের আবেদন জানালে অনেকেই এগিয়ে এসেছেন। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশনের বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি সেসব বেবি ফুড সংগ্রহ করেছেন বিগত কদিন ধরে। সেসব বেবি ফুড এইচ আই ভি আক্রান্ত প্রান্তিক পরিবারগুলোর শিশুদের হাতে তুলে দেবেন তরুনবাবুরা।যাঁরা খবরের ঘন্টার আবেদনে সাড়া দিয়ে এই দুর্যোগে মানবিক মন নিয়ে এগিয়ে এসেছেন তাঁরা হলেন বাবলি ব্যানার্জি, তিনি দিয়েছেন পাঁচ প্যাকেট বেবি ফুড এবং একশ মাস্ক।শ্রীমতি শিখা বৈদ্য দিয়েছেন চার প্যাকেটজুনিয়র হরলিক্স।
দুই প্যাকেট বর্নভিটা এবং তিন প্যাকেট হরলিক্স দিয়েছেন শ্রীমতি গোপা সেন, মাল্টি ভিটামিন দিয়েছেন শ্রীমতি রুমকি দাশগুপ্ত। গার্গী মাইতি দিয়েছেন পাঁচ প্যাকেট সেরেল্যাক।সোমা ভট্টাচার্য প্রদান করেছেন চার প্যাকেট সেরেল্যাক।শিল্পী চক্রবর্তী পাঁচ প্যাকেট সেরেল্যাক ও পাঁচ প‍্যাকেট বিস্কুট। নির্মালি ঘোষ সেরেল্যাক, চকোলেট এবং বিস্কুট দিয়েছেন। খবরের ঘন্টার আবেদনে সাড়া দিয়ে প্রান্তিক শিশুদের জন্য বেবি ফুড দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন খবরের ঘন্টার সম্পাদক ও সহ সম্পাদিকা। ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন থেকে তরুন মাইতিও সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।