পদ্মশ্রীর গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ পদ্মশ্রী করিমূল হক সকাল থেকে সন্ধ্যা সবসময় মানুষের জন্য নানান কাজ করে চলেছেন। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি হেল্প রবিবার পদ্মশ্রীর মানবসেবা সদন হাসপাতাল চত্বরে একজন বিশেষ চাহিদা সম্পন্নকে ট্রাই সাইকেল প্রদান করেছে। তার সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ত্বক বিশেষজ্ঞ ডাঃ প্রকাশ আগরওয়ালা, দন্ত বিশেষজ্ঞ ডাঃ নুপুর চৌধুরী, ফিজিওথেরাপিস্ট ডাঃ উমেশ বনশাল প্রমুখ উপস্থিত ছিলেন।