গরম বৃদ্ধি এবং সবুজায়ন কমতে থাকায় চোখের রোগও ভয়ানক বাড়ছে

নিজস্ব প্রতিবেদন ঃ সবুজ ধ্বংসের প্রভাব পড়তে শুরু করেছে চোখের ওপর।একদিকে সবুজ কমে যাওয়া, আরেকদিকে কার্বন বা দূষণ বৃষ্টি কিন্তু চোখের রোগ সৃষ্টি করছে।এমনকিএবছর প্রচন্ড গরমে হাসফাঁস করলো শিলিগুড়ি। অত্যধিক গরমের জেরেও চোখের রোগীর সংখ্যা বেড়েছে। শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের বিশিষ্ট বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাঃ সুপ্রতীক ব্যানার্জী এইসব তথ্যগুলো জানালেন।গোটা উত্তরবঙ্গে একজন দক্ষ চক্ষু চিকিৎসক হিসাবে বেশ সুনাম রয়েছে ডাঃ সুপ্রতীক ব্যানার্জীর। এই বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক কিন্তু গরম বৃদ্ধি, গাছ কমে যাওয়া এবং সর্বোপরি যানজটে কার্বন বৃদ্ধি এসব নিয়ে উদ্বেগ জানালেন।তিনি জানালেন,এবছর শিশু থেকে বয়স্ক প্রচুর মানুষ তাদের সঙ্গে গত কিছু দিন ধরে চোখের রোগ নিয়ে দেখা করেছেন।তাঁরা লক্ষ্য করেছেন,ওইসব চোখের রোগীর প্রায় প্রত্যেকেই গরম বৃদ্ধি এবং দূষনজনিত চোখের রোগের শিকার। যেমন চোখ লাল হয়ে যাওয়া,চোখে অতিরিক্ত পিচুটি, সকালে ঘুম থেকে উঠে চোখ খুলতে কষ্ট হওয়া,চোখের বিশেষ এলার্জি ইত্যাদি। চোখ ভালো রাখতে বা চোখের বিশেষ ব্যায়াম করার জন্য তাঁরা রোগী সাধারণকে মাঝেমধ্যে কিছু সময় ধরে সবুজ গাছের দিকে তাকিয়ে থাকার পরামর্শ দেন। কিন্তু সেখানে সবুজ গাছ কমে গেলে মানুষ চোখের ব্যায়াম করবে কিভাবে,বিষয়টি উদ্বেগজনক বলেও উল্লেখ করেন ডাক্তার ব্যানার্জী।এখনই সকলে মিলে পরিবেশ সচেতন না হলে এবং সবুজায়নের পরিবেশ সৃষ্টি না করলে আগামী দিনে চোখের জন্য আরও বিপদ অপেক্ষা করছে বলেও সতর্ক করে দিয়েছেন ডাক্তার সুপ্রতীক ব্যানার্জী।আগামী পয়লা জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সেদিন তাঁরা বিশেষ চক্ষু শিবিরও করবেন বলে তিনি জানান।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —