
নিজস্ব প্রতিবেদনঃ কোভিডে অনেক মানুষ আক্রান্ত হয়ে হোম আইসোলেশন, বিভিন্ন চিকিৎসা কেন্দ্র ও সেফহোম থেকে বাড়ি ফিরেছেন । বেশ কিছু ক্ষেত্রে কিছুদিন যাওয়ার পর রোগীদের কিছু লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। এরকম রোগীদের পরামর্শ দিতে শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও বেথেল চার্চ অ্যাসোসিয়েশন,রিপ মিনিস্ট্রি,হেল্প সোসাইটি ফারাবাড়ি, কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং জনপথ সমাচার এর সহযোগিতায় শুরু হলো সাপ্তাহিক চিকিৎসা শিবির। প্রতি রবিবার ও বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে সংস্থা কক্ষে সম্পূর্ণ বিনামূল্যে এই শিবির অনুষ্ঠিত হবে । এই শিবিরে করোনা রোগ মুক্ত হয়ে ফেরা যে কোনো রোগী চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট চিকিৎসক জুবিন জৈন । যেকোনো সময় যোগাযোগ করার জন্য হেল্পলাইন নাম্বার 7864051578।
চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দও।
