গাছকে রাখি পড়িয়ে ভ্রাতৃত্ব বন্ধনের ডাক পুলিশ কর্মী বাপন দাসের

নিজস্ব প্রতিবেদন ঃ আর কিছুদিন পর রাখি বন্ধন উৎসব। সেই কথা মাথায় রেখে আগামী দশ দিন ব্যাপি ইসলামপুর ও শিলিগুড়ি মহকুমা জুড়ে বৃক্ষরোপণ করবে বিডি ওয়েলফেয়ার।সেই সঙ্গে গাছকে রাখি পরিয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার বার্তা দেওয়া হবে । তাই শনিবার তারা ইসলামপুর শহরের শিবডাঙ্গিপাড়ায় এই কর্মসূচি শুরু করে বৃক্ষরোপন ও রাখি বন্ধনের মাধ্যমে ।। সেই সঙ্গে রাস্তার দুইধারে বৃক্ষদের রাখি পড়ানো হয় ।। রাখি পড়িয়ে গিতিকা,আর্চি,পারমিতা ও তনুজা বলেন আমাদের নিজের ভাই নেই তাই গাছ কে রাখি পড়িয়ে ভাই স্হেনে আবদ্ধ করলাম।। সমাজকর্মী বাপন দাস বলেন আগামী দশ দিন ধরে আমাদের কর্মসূচি চলবে।। এই অতিমারির সময়ে আমরা বুঝতে পেরেছি গাছের গুরুত্ব।। আজ এই কাজে সহযোগিতা করেন অনির্বান,দিপ,নিহার ও সৌমিক।