
নিজস্ব প্রতিবেদন ঃ অশুভ শক্তি বা নেতিবাচক ভাবনাকে দমন করতে আবারও আসছেন মা দুর্গা। করোনা আবহে আবারও বাংলা ব্রতী হয়েছে শারদ উৎসবে।মহিষাসুরের মতোই করোনার বহু রুপ।এইসব রুপকে পরাস্ত করে মা দুর্গা যাতে তার ভক্ত সাধারণকে ভালো রাখেন তারজন্য এবারও ভক্তি ভরে প্রার্থনা হবে শিলিগুড়ি ইসকনে। শিলিগুড়ি ইসকনের জগন্নাথ মন্দিরে প্রতিদিন পূজিতা হন দেবী দুর্গা। তবে এখানে তার নাম বিমলা। তবে দুর্গা পুজোর মধ্যে মা বিমলাদেবীর পুজো হয় অন্য সময়ের তুলনায় আলাদাভাবে।শিলিগুড়ি ইসকন মন্দিরের সভাপতি স্বামী অখিলাত্মাপ্রিয় দাস জানিয়েছেন এই খবর।
